বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

সীমান্ত (ফাইল ছবি)লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে সোমবার (১৫ জানুয়ারি) সকালে মোফাজ্জল হোসেন (২৯) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএফের হাতে আটক মোফাজ্জল হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী এলাকার মো. হানিফা মিয়ার ছেলে।

রংপুর-৬১ বিজিবি সূত্র জানায়, সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪১ নম্বর মেইনপিলার সীমান্তের এক নম্বর সাবপিলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’