সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হত্যাচেষ্টার মামলায় তিন আসামি রিমান্ডে

আদালত

সাতক্ষীরার সখীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দুই শিবির নেতা ও এক ছাত্রলীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) জেলার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএ জাহিদ এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

শরিফুল ইসলাম জানান, চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে অন্য এক আসামি কালিগঞ্জের বন্দকাটি গ্রামের নুরুল মোড়লের রিমান্ড মঞ্জুর করেননি আদালত। তিন জনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান শরিফুল ইসলাম।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল।

আদালত সূত্র জানায়, গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ নেতা ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় আহতের মা মিনা বেগম বাদী হয়ে ৮ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াতের পৃষ্ঠপোষক মঈনুদ্দিন ময়নার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পর দিন এজাহারভুক্ত সাদ্দাম হোসেনসহ সন্দেহভাজন আসামি জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়লকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। একই মামলায় কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে নুরুল মোড়লকে গত ১১ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।