যশোর রোডের গাছ রক্ষার দাবিতে মানববন্ধন

যশোর রোডের শতবর্ষী গাছ রক্ষায় মানববন্ধন করেছেন সচেতন যশোরবাসীযশোর রোডের শতবর্ষী গাছগুলো রেখেই সড়ক উন্নয়নের কাজ করার দাবি জানিয়েছেন ‘সচেতন যশোরবাসী’র নেতারা। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে যশোরের মুজিব সড়কে আয়োজিত এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে তারা এই দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, যশোর রোডের শতবর্ষী এই গাছগুলো ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এসব গাছের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে। তাই এই গাছগুলো না কেটে দু’পাশের সরকারি জমি উদ্ধার করে সড়ক প্রশস্ত করার আহ্বান জানান তারা। ঐতিহ্যবাহী গাছগুলো রক্ষার আন্দোলনে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বানও জানান তারা।
যশোর রোডের শতবর্ষী গাছ রক্ষায় মানববন্ধনসমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, জেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যুবমৈত্রী জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু প্রমুখ। এসময় যশোর আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মাহবুব আলম বাচ্চু, অধ্যাপক ইসরারুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।