স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ৮ বছর কারাদণ্ড

আদালত

স্বর্ণ চোরাচালান মামলায় মো. সোহেল (৩৩) নামে এক ব্যক্তির ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এই রায় ঘোষণা করেন। একই রায়ে আসামিকে ১০ হাজার ‍টাকা জরিমানা ও তা অনাদায়ে ‍আরও দুই মাসের দণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রাউজান থানার শাহনগর গ্রামের শামসুল আলমের ছেলে।

চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘২০১৪ সালে দায়ের করা একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সোহেল জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

আদালদ সূত্র জানায়, ২০১৪ সালের ১৬ এপ্রিল দুবাই থেকে আসার পথে অবৈধভাবে আনা ৬০টি স্বর্ণের বারসহ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সোহেলকে গ্রেফতার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিলের পর পরের বছরের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দণ্ড ঘোষণা করেন আদালত।