শাবি’র আবাসিক ছাত্রী হলে গ্রিল কেটে চুরি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-এর বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাদের দরজার গ্রিল কেটে ভেতরে ঢুকে ছাত্রীদের জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

ছাত্রীরা জানান, শনিবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে হলের ডি ব্লকের ৪০১ ও ৪০২ নম্বর রুমে এ চুরির ঘটনা ঘটে। এসময় ৪টা ল্যাপটপ ও ২টা মোবাইল ফোন নিয়ে যায় চোর। এ ঘটনায় ছাত্রী হলে আতঙ্ক বিরাজ করছে। এর পর থেকে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তারা।

এ ঘটনার ভুক্তভোগী একজন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাহেরা সুইটি বলেন, ‘চোরের দল ছাদের দরজার গ্রিল কেটে প্রবেশ করে। পরে তারা আমাদের রুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা ওপরের ছিটকিনি খুলে ভেতরে ঢুকে জিনিসপত্র নিতে থাকে। হলের এক ছাত্রী তা দেখে ফেলায় চোরের দল ছাদ দিয়ে নেমে পালিয়ে যায়।’

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন বলেন, ‘ভোরে হলে চুরির ঘটনা ঘটেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিটিং করেছি।’ 










চুরির তথ্য পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জালালাবাদ থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার। তিনি বলেন, ‘ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করছি, হলের ভেতর থেকে কেউ একজন সহয়তা না করলে এধরনের চুরি সম্ভব নয়।’

এ ঘটনা পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার এবং প্রক্টর জহির উদ্দিন আহমেদ হল পরিদর্শনে আসেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছৈ। খুব শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।’