গাজীপুরে আগুনে পুড়লো ৪ দোকান

 

গাজীপুরগাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (মনিপুর) তালতলি বাজারে অগ্নিকাণ্ডে চার দোকানের মালামাল পুড়ে গেছে। রবিবার মধ্যরাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন বলেন, ‘মধ্যরাতে তালতলি এলাকার তাইজুদ্দিনের মালিকানাধীন মার্কেটে একটি লেপ তোষকের দোকানের তুলা ক্র্যাশিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুনে একটি মুদি, একটি ফার্নিচার, একটি সেলুন এবং একটি লেপ তোষকের দোকান এবং দোকানের মালামাল পুড়ে যায়। তবে কেউ আহত হননি।’

খবর পেয়ে শ্রীপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন:
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত