সিলেট কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

সিলেট

সিলেট কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সাব্বির আহমদ দুলাল (৫০) মারা গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ খবর নিশ্চিত করেন।

সাব্বির আহমদ দুলাল ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা। বুধবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্র জানায়, ২০০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাব্বির আহমদ দুলালকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে সে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল। তার বিরুদ্ধে সিলেটে ২টি ও ঢাকায় ১টি বিস্ফোরক মামলা রয়েছে।

জেল সুপার আব্দুল জলিল জানান, আজ (মঙ্গলবার) বেলা ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে দুলালকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।