এসিডদগ্ধ ১৩ মাসের শিশু

নওগাঁনওগাঁর মান্দা এলাকায় রিদওয়ান ইসলাম নামে ১৩ মাস বয়সের এক শিশু এসিডদগ্ধ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে দগ্ধ হয় সে। শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ৬১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

রিদওয়ান ইসলাম মান্দা উপজেলার মৈনম গ্রামের ফকির পাড়ার রবিউল হাসানের ছেলে।

রবিউল হাসানের বাড়িতে সাপের উপদ্রব ছিল। এ থেকে রক্ষা পেতে বাড়িতে কার্বোলিক এসিড রাখা হয়েছিল। মঙ্গলবার বিকালে শিশু রিদওয়ান লুকোচুরি খেলছিল। খেলার ছলে সে শোবার ঘরে চৌকির নিচে বোতলে রাখা এসিডের বোতল খুলে ফেলে।

এক পর্যায়ে তার এসিড শরীরে পড়লে কোমরের নিচ থেকে বাম পায়ের গোড়ালি পর্যন্ত পুড়ে যায়। এ সময় শিশুটি চিৎকার দিলে মা রুমি খাতুন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রাথমিক অবস্থায় দগ্ধ স্থানে পানি ঢালা হয়। পরে রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ জানান, শিশুটির চিকিৎসা চলছে।