শ্রীপুরে থানার এসআই লুৎফর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার

গাজীপুরগাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। সোমবার রাতে প্রশাসনিক কারণে তাকে শ্রীপুর থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) গোলাম সবুর।

শ্রীপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক নারী রোগী সেজে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারের হাসান ফার্মেসিতে চিকিৎসা নিতে যায়। ওই নারী ফার্মেসিতে ঢুকে সরাসরি পেছনের কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর ওই নারী চিৎকার শুরু করলে বাইরে থাকা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ফার্মেসিতে প্রবেশ করে চিকিৎসা নিতে আসা নারীর চিৎকারের কারণ জানতে চান। পরে ফার্মেসি মালিক হাসান তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। এ সময় এসআই ফার্মেসি মালিকের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন এসআইকে নারীসহ ফার্মেসিতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ গিয়ে নারীসহ রাত পৌনে ১১টায় এসআইকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।