নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে নই: কৃষিমন্ত্রী

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে আমি নই। আমার প্রতি ভালোবাসা থাকলে মানুষ তা নিজ নিজ হৃদয়েই ধারণ করবেন।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের সময়ে তিনি একথা বলেন।

নিজ এলাকার মানুষের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘কোনও কাজ না দেখেই ১৯৯১ সালে এ এলাকার মানুষ আমাকে বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের মর্যাদাও আমি রেখেছি। আমি জানি, যেভাবে খালি হাতে পৃথিবীতে এসেছি সেভাবেই খালি হাতেই একদিন চলে যাবো।’

জঙ্গিদের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন হাত-মুখ ঢেকে বিভিন্নভাবে তাদের তৎপরতা চালাচ্ছে। তারা বুকে সুইসাইড ভেস্ট পরে নিজের জীবন বিনাশ করে ইসলাম কায়েম করতে চায়। ইসলাম বলছে, মানুষ হত্যা মহাপাপ, আত্মহত্যাও। অথচ জঙ্গিরা মানুষ হত্যা করছে, আবার নিজেরা আত্মহত্যা করছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘১৯৯১ সালেও যদি শেখ হাসিনা ক্ষমতাসীন হতেন, তবে দেশের চেহারা আরও পাল্টে যেতো আজ। তারপরও আজ দেশে বিদ্যুতের অভাব নেই, তেলের অভাব নেই, গ্যাসের অভাব নেই। আমরা যে বলি, গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে, একথা বলার সাহস পাই কোথা থেকে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই।’

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে নব-নির্মিত বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের জমিদাতা বিএফইউজে-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের পরিবারের পক্ষ থেকে স্কুলব্যাগ, ফুটবল ও আরও নানান উপহার তুলে দেন অতিথিরা।