বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মলয় ভৌমিককে রাবিসাস’র সংবর্ধনা

রাবিসাসে মলয় ভৌমিককে সংবর্ধনা

নাট্য-সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ অর্জন করায় অধ্যাপক মলয় ভৌমিককে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও রাবিসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক দীপক দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম এবং রাবিসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুস্তাফিজ রনি।

অনুষ্ঠানে অধ্যাপক দীপক দাস বলেন, ‘সাংবাদিকতা সৎ, নীতি ও আদর্শের শিক্ষা দেয়। অধ্যাপক মলয় ছিলেন একজন সৎ ও নীতিবান সাংবাদিক। পাশাপাশি তিনি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। তার অর্জিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার রাবিসাস তথা বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করবে।’

অধ্যাপক মলয় ভৌমিক বলেন, ‘এ পর্যন্ত যা করেছি, সব আমার দায়বদ্ধতা থেকে করেছি। একজন শিক্ষকের কর্ম তার ক্লাসরুমেই সীমাবদ্ধ নয়, বাইরের সকল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতেও নিয়োজিত থাকা একজন শিক্ষকের দায়িত্ব।’ 

উল্লেখ্য- অধ্যাপক মলয় ভৌমিক একাধারে শিক্ষক, নাট্যকার, নাট্য পরিচালক, লেখক, কবি ও সাংবাদিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ ২২ বছর তিনি দৈনিক সংবাদে সাংবাদিকতা করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।