সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

missingনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সোয়েব হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রবিবার দুপুরে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা সিরাজুল ইসলাম সোমবার সকালে বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, সোয়েব হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। সে নোয়াকান্দী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা সিরাজুল ইসলাম সোমবার সকালে বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র সোয়েব হোসেন কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে নিখোঁজের বিষয়টি খুবই দুঃখজনক।

সোনারগাঁও থানার ওসি অপারেশন আব্দুল জাব্বার জানান, পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। ওই ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।