‘জনতার আদালতে বর্তমান সরকারের বিচার হবে’

বিএনপির বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। তিনি বলেছেন, ‘আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই অবৈধ ও ব্যর্থ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে এবং জনতার আদালতে তাদের বিচার করা হবে।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল শহরের অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এ সমাবেশের আয়োজন করে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আওয়ামী লীগ ভালো করেই জানে, জুলুম-নির্যাতন-লুটপাটের কারণে জনগণ তাদের আর ভোট দেবে না। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকতে চাইছে।’

প্রজাতন্ত্রের পুলিশ আজ আওয়ামী লীগের পুলিশ হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে বিচার বিভাগ দেয়নি, সাজা দিয়েছে আওয়ামী লীগ। যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারক রাতের আধারে দেশ ছেড়ে পালিয়ে যান, সেদেশের জনগণ বুঝতে পারে, এ অবৈধ সরকার কী করছে।’

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘এক-এগারোর সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া সাড়ে সাত হাজার মামলা তুলে নেওয়া হয়েছে। আর এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে সাজা দিয়েছে।’

আওয়ামী লীগ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা আর পুলিশ দিয়ে নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখতে চায় সরকার। কিন্তু বিএনপিসহ সাধারণ মানুষ রাজপথে নেমে আসতে শুরু করেছে। বিএনপিকে আওয়ামী পুলিশ দিয়ে বেশিদিন দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়াকে জেলে পুরে, গণতন্ত্রকে বাকরুদ্ধ করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন– মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সহ-সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন– মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক যুগ্ন-আহ্বায়ক আলি হায়দার বাবুল, সাবেক কোতোয়ালী বিএনপির সভাপতি আজিজুল হক আক্কাস, বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জান প্রিন্স, মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব প্রমুখ।