গাজীপুরের ৩ ইউপিতে ২৯ মার্চ নির্বাচন

গাজীপুর

গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৫৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৯০৫ ও নারী ভোটার ১৩ হাজার ৮৫৩ জন।

ভাওয়াল গড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৮ জন। এর মধ্য পুরুষ ভোটার ২৪ হাজার ৩৪৯ এবং নারী ভোটার ২৩ হাজার ৮৭৯ জন।

পিরুজালী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৮৯ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৩১ জন।