বান্দরবানে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালাবান্দরবানে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তিপর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনডিপির সহযোগিতায় জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী। বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক মো. আলী নেওয়াজ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিকুল আলমসহ জেলা উপজেলা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি দলে বিভক্ত হয়ে এসডিজির বিভিন্ন লক্ষ্য নিয়ে দলগত পর্যালোচনা করেন। পরে প্রত্যেক দল থেকে সিদ্ধান্ত সবার সামনে উপস্থাপন করা হয়। বিনিয়োগ পরিকল্পনা, ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট কিছু সুপারিশও এ কর্মশালায় উপস্থাপন করা হয়।