সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের কাজে গাফিলতির অভিযোগ

সুনামগঞ্জ





সঠিকভাবে কাজ না করার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশার জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিদের আটক করা হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আটকের পর মুচলেকা নিয়ে দুপুরেই তাদের ছেড়ে দেওয়া হয়।


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি মামুন খন্দকার পুলিশ নিয়ে হাওরের বাঁধের কাজ দেখতে যান। ওই সময় তিনটি প্রকল্প বাস্তবায়ন কাজে ধীরগতিসহ গাফিলতি দেখতে পেয়ে আব্দুল খালেক, আক্কাস মিয়া ও মো.আজিজুর রহমান নামে প্রকল্প বাস্তবায়ক কমিটির তিন সভাপতি আটক করা হয়। তাদের ইউএনও অফিসে আনার পর মুচলেকাসহ স্থানীয় গণমান্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুচলেকায় তারা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করে দেবেন। ইউএনও মামুন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।