দিনাজপুর থেকে জামিন নিলেন মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান

রাষ্ট্রদ্রোহের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়েছেন।  রবিবার (১১ মার্চ) দুপুরে দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল করিমের আদালতে তিনি জামিন আবেদন করেন। মাহমুদুর রহমানের আইনজীবী আ ন ম হাবিবুল্লাহ এ খবর নিশ্চিত করেন।

আইনজীবী আ ন ম হাবিবুল্লাহ জানান, আজ (রবিবার) দুপুরে দণ্ডবিধি ১২০, ২০(এ), ১২১ (এ), ৫০১, ৫০২, ৫০৩ ধারার ৮৬১/২০১৭ নং মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

আ ন ম হাবিবুল্লাহ আরও জানান, মাহমুদুর রহমানের পক্ষে তিনিসহ অ্যাড. একরামুল আমিন, অ্যাড. ফিরোজ ইব্রাহিম, অ্যাড. আছির উদ্দিন, অ্যাড. অ্যাড. মোল্লা সাখাওয়াত হোসেন, অ্যাড. আবু মাসুদ, অ্যাড. রইস উদ্দিন, অ্যাড. আব্দুল হালিম, অ্যাড. সৈকত প্রমুখ জামিন আবেদনে অংশ নেন।

জামিন পাওয়ার পর মাহমুদুর রহমান জানান, বর্তমান সরকার তার বিরুদ্ধে সারাদেশে ১১৮টি মামলা দায়ের করেছে। দিনাজপুরে যে মামলাটি হয়েছে, একই অভিযোগে সারাদেশে তার বিরুদ্ধে আরও ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘এ সরকার হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এসব মামলা দায়ের করেছে।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে এ মামলা করেন সামসুর রহমান পারভেজ নামের দিনাজপুরের এক আইনজীবী। মামলার অভিযোগে বলা হয়, মাহমুদুর রহমান গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমর ভুমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও অশালীন বক্তব্য রাখেন। অভিযোগে আরও বলা হয়, মাহমুদুর রহমান মিথ্যা প্রচারণা দিয়ে সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রচেষ্টা নিয়েছেন। দেশকে বিপদগ্রস্ত করে রাষ্ট্র ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেছেন।