প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

বরিশালবরিশালের উজিরপুর উপজেলায় সোমবার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান জানান, বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর গ্রামের মৃত খালেক সিকদারের মেয়ে সাদিয়া আক্তারের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি সাংবাদিকের জানালে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারকে অবহিত করেন।

পরে ইউএনও-র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান ঘটনাস্থলে গিয়ে ওই বাল্যবিয়ে পণ্ড করে দেন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কাজী ও বর পক্ষ বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তবে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আর বিয়ের আয়োজন করা হবে না, এ মর্মে স্কুলছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া  হয়েছে।