লক্ষ্মীপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুই সাংবাদিকের ওপর হামলা

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরের সাব-রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন এসএটিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম ও স্থানীয় দৈনিক কালের প্রবাহের নির্বাহী সম্পাদক কাজী মাকসুদ। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় তাদের ক্যামেরা ভাঙচুর ছাড়াও সঙ্গে থাকা টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকেরা জানান, ভূমি নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, দলিল গ্রহীতাদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান তারা। সে সময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফারুকসহ ১৫/২০ জন তাদের ওপর হামলা চালায়।

এসময় তাদের ক্যামেরা ভাঙচুর ছাড়াও সঙ্গে থাকা টাকা হামলাকারীরা কেড়ে নেয় বলে দাবি হামলার শিকার সাংবাদিকদের। ঘটনার সময় সাব-রেজিস্ট্রি কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও জানান তারা। সাংবাদিকদের অভিযোগ, ওই কর্মকর্তা সাংবাদিকদের রক্ষার পরিবর্তে হামলাকারীদের উসকে দেন। হামলার খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

পরে দলিল লেখক সমিতির সভাপতিসহ অন্যরা এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে সুরাহার চেষ্টা চালান। তবে বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রতিকারের দাবিতে অটল থাকায় সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জানানোসহ স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।