কুমিল্লায় লং টেইলরের ধাক্কায় অতিরিক্ত আইজিপিসহ আহত ৩

Comillaকুমিল্লায় লং টেইলরের ধাক্কায় পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের কোটবাড়ি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে তাদের গাড়িটিকে কোটবাড়ি মোড়ে লুপ রোড দিয়ে উল্টোপথে আসা লং টেইলর পেছন থেকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত আইজিপি, তার বডিগার্ড এএসআই নজরুল ও চালক এএসআই শরীফ আহত হন। ধাক্কায় তাদের গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

দুর্ঘটনার সংবাদ শুনে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে ছুটে যান।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমানসহ আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আর বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লং টেইলরটি আটক করা হয়েছে।