হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা, বাড়ছে আমদানি

পেঁয়াজ (ফাইল ছবি)দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজের আমদানি বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগের তুলনায় এখন এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। এদিকে, আমদানি বাড়তে থাকায় পাইকারি বাজারে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানেই এই দাম কমেছে কেজিতে ৬ টাকা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন হলো ৮ থেকে ১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। এখন এই স্থলবন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এরই প্রভাব মূলত পড়েছে পেঁয়াজের পাইকারি বাজারে।
সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের দাম এখন প্রতিকেজি পাইকারি বাজারে (ট্রাক সেল) ১৬ টাকা থেকে ২২ টাকা। একদিন আগেই একই জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতিকেজি ২২ টাকা থেকে ২৪ টাকা দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পাশাপাশি বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছু কমে যায়। তাই আমদানিকারকরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছিলেন। ফলে সরবরাহ কমে গিয়েছিল, দামও খানিকটা বেড়ে গিয়েছিল। এখন আবার আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতির দিকে।’
এই ব্যবসায়ী আরও বলেন, ভারতের বাজারে সুখসাগর জাতের নতুন পেঁয়াজ এসেছে। এই পেঁয়াজের দাম তুলনামূলকভাবে একটু কম। তাই পেঁয়াজের দাম কমছে। এ ছাড়া, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই: মির্জা ফখরুল
মন্ত্রীর বক্তব্য চলাকালে শর্টসার্কিট, পদদলিত হয়ে আহত ১৫