বরিশালে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

 

Barisal Photo-Two killed and one injured severely in motorcycle-bus headon collision on Barisal-Dhaka highway (3)

বরিশালের কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ ২ যুবক ঘটনাস্থলেই নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৭ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার রফিকুল আলমের ছেলে উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি’র ছাত্র আশিক (২২) ও রুইয়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে মীম (২৬)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা ফারুক হোসেন (২৮)।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন থানা স্বজন ও প্রতক্ষ্যদর্শীদের সূত্র উদ্ধৃত করে জানান, নিহত আশিকের মোটরসাইকেলে তিন বন্ধু মিলে বরিশাল শহর থেকে উজিরপুরের গুঠিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।  বেলা সাড়ে ৩ টার দিকে কাশিপুর ইনফ্রা পলিটেকনিক কলেজ অতিক্রমকালে তাদের বহনকারী মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি হিমেল-হিরক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবর রহমান আশিক ও মীমকে মৃত ঘোষণা করেন। আহত যুবককে মুমুর্ষ অবস্থায় অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টর আবুল কালাম জানান, সাথে থাকা মোবাইলের সহায়তায় স্বজনদের খবর দেয়া হলে নিহত আশিকের খালা এসে তাদের মৃতদেহ শনাক্ত করেছেন।

আহত ফারুকের সাথে থাকা ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় জানা যায়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে তাই তাদের ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।