নাশকতার মামলায় কাউন্সিলর খোরশেদ কারাগারে

কারাগার

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ নির্দেশ দেন। ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ খবর নিশ্চিত করেন।

ওসি মঞ্জুর কাদের জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার দু’টি মামলা এবং ফতুল্লা মডেল থানার নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় কাউন্সিলর খোরশেদকে কারাগারে পাঠানো হয়েছে।  খোরশেদের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গতকাল সোমবার দুপুরে  খোরশেদকে আটক করা হয়েছে। খোরশেদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।