বাগেরহাটে বিরল প্রজাতির গন্ধগোকুল পিটিয়ে হত্যা

গন্ধগোকুল

বাগেরহাটে একটি বিরল প্রজাতির গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে কে বা কারা বাগেরহাট শহরের হরিণখানা কারিগরি কলেজের সামনের কালভার্টের ওপর গন্ধ গোকুলটিকে মৃত অবস্থায় রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মৃত গন্ধগোকুলটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে বনবিভাগ।

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব-বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বৃহস্পতিবার বিকালে বলেন, ‘একটি বিরল প্রজাতির গন্ধগোকুল মৃত অবস্থায় দেখে স্থানীয়রা খবর আমাদের দেয়। এরপর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত গন্ধগকুলটিকে ওই কালভার্টের পাশেই মাটি চাপা দিয়েছে। প্রাণীটির স্থানীয় নাম খাটাস। ভারতে এটি সিভিট নামে পরিচিত।