আট গুণীজনকে চসিকের সম্মাননা

গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আ জ ম নাছির উদ্দিন

মুক্তিযুদ্ধ, শিক্ষাসহ সমাজ উন্নয়নে অবদানের জন্য আট গুণীজনকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদকে সম্মানিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (২৬ মার্চ) বিকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন গুণী ব্যক্তিদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এবার স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবের আহমেদ আসগরী, শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চিকিৎসায় লুৎফুল আনোয়ার কাদেরী, সমাজসেবায় সাইফুল আলম মাসুদ, নারী আন্দোলনে ফাহমিদা আমিন (মরণোত্তর), সাংবাদিকতায় অঞ্জন সেন, ক্রীড়ায় অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে আহমেদ ইকবাল হায়দারকে এই সম্মাননা দেওয়া হয়।

ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও সচিব মোহাম্মদ আবুল হোসেন।

প্রসঙ্গত, গুণীজনদের সম্মাননা জানাতে প্রতি বছর চসিক এ সম্মাননা দিয়ে থাকে।