হঠাৎ রডের দাম বৃদ্ধি কাঙ্ক্ষিত নয়: শিল্পমন্ত্রী

ফিতা কেটে অ্যাপলো ইস্পাত প্রকল্পের পরিবেশবান্ধব আরটিএফ সুপার ঢেউটিনের উদ্বোধন করছেন আমির হোসেন আমু (ছবি- প্রতিনিধি)

হঠাৎ করেই রডের দাম বৃদ্ধি পাওয়াটা কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘হঠাৎ করেই রডের দাম বৃদ্ধি করা হয়েছে; এটা কাঙ্ক্ষিত নয়। আমি মিল মালিকদের দামের বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করা হবে। আমি মনে করি, এর আগেই মিল মালিকরা সজাগ হবেন।’

রবিবার (১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত অ্যাপলো ইস্পাত প্রকল্পের পরিবেশবান্ধব আরটিএফ সুপার ঢেউটিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন সরকারের রাজনৈতিক অঙ্গীকার। পরিবেশবান্ধব শিল্পায়নে আমরা গুরুত্ব দিয়ে আসছি। জাতীয় শিল্পনীতি-২০১৬’তে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ধরনের শিল্প-উদ্যোক্তাদের প্রণোদনা ও নীতি সহায়তা দিতে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’

শিল্প মন্ত্রণালয় সবুজ শিল্প স্থাপনকারী উদ্যোক্তাদের পুরস্কৃত করে আসছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশের শিল্পখাতের গুণগত মান উন্নয়নের সূচনা হয়েছে। উদ্যোক্তারা পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তি উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। অ্যাপলো ইস্পাত কারাখানার নতুন ইউনিট সংযোজন এরই একটি দৃষ্টান্ত।’

মন্ত্রী বলেন, ‘শিল্পোন্নত ইউরোপে এখন স্টিল স্ট্রাকচার সবচেয়ে বেশি জনপ্রিয়। সে তুলনায় বাংলাদেশে স্টিল স্ট্রাকচার কম। তবে সম্প্রতি ইস্পাত ব্যবহার করে অবকাঠামো নির্মাণ বেড়েছে। এটি শিল্পায়নের ইতিবাচক দিক।’

অ্যাপলো ইস্পাত গ্রুপের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, অ্যাপলো ইস্পাত ইন্ড্রাস্ট্রিজের  ব্যবস্থাপনা পরিচালক আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা ইলিয়াছ অহমেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, অ্যাপলো ইস্পাতের সিইও শেখ আবুল হাসান, ভারতের স্প্যাক্ট ইকুইপমেন্টের চেয়ারম্যান সুরেশ জোসি, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ ভূঁইয়া, নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অনেকে।