প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা হচ্ছে: মেনন

কথা বলছেন রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা তৈরি হচ্ছে, যা এ মাসের মধ্যেই মন্ত্রণালয়ে অনুমোদন পাবে। এই নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি বা অনুদান পাবে।’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে মাদক বিষয়ে জন-সচেতনতামূলক এক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিবন্ধী শিক্ষাকে একটি বিশেষায়িত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই এখন প্রতিবন্ধী বিদ্যালয়ের নামে একটি ঘর করে শিক্ষক নিয়োগের নামে টাকা নিচ্ছেন, যা আমাদের অজানা নয়। নীতিমালা হলে এসব বন্ধ হয়ে যাবে, প্রাপ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী স্কুলের অনুমোদন দেওয়া হবে।’

‘মাদক মুক্ত সমাজ’ সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব:) আমসাআ আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– বিজিবি রংপুর উত্তর-পশ্চিম রিজিওয়ানাল কমান্ডার ব্রিগিডয়ার জেনারেল নাহিদুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক রফিকুল ইসলাম সেলিম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, শুধু প্রশাসন নয়, জন-প্রতিনিধিসহ সমাজের সব দায়িত্বশীল মানুষের ঐক্যবদ্ধতায় এদেশকে মাদকমুক্ত করা সম্ভব। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।