জাসদের বৈশাখী অনুষ্ঠানে যুবলীগের ‘হামলা’

নাটোর

নাটোরের লালপুর উপজেলায় জাসদের (ইনু) পয়লা বৈশাখের অনুষ্ঠানে যুবলীগের নেতাকর্মীরা ‘হামলা’ চালিয়েছেন। এ ঘটনায় আহত হওয়া জাসদের তিন জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার আজিমনগর রেলওয়ে প্লাটফর্মের কাছে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জাসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের দাবি, শনিবার দুপুরে আজিমনগর রেলওয়ে প্লাটফর্মের কাছে স্থানীয় জাসদের পহেলা বৈশাখের অনুষ্ঠান চলছিল। এসময় অনুষ্ঠানে লালপুর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমূল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাকসহ ১০-১২ জন অতর্কিতে পিস্তল, চাপাতি, হাসুয়া ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জাসদের লালপুর থানার সভাপতি আব্দুল্লাহেল বাকি, আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য আব্দুল হালিম আহত নয়। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, হামলার ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।