নেতার মুক্তির পরই অবরোধ তুললেন শ্রমিকরা

এভাবেই সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরাশ্রমিক নেতার মুক্তি পাওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।  ঠাকুরগাঁও জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন একথা জানিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক রবিকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাত সাড়ে ১০টায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। শ্রমিক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় রাস্তায় দু’পাশে শতাধিক ট্রাক ও বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।
জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন জানান, ‘হয়রানি করতে রবিকে তুলে নিয়েছে পুলিশ। তার মুক্তির দাবিতে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখা হবে।’
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, পুলিশের সঙ্গে রবির সোমবার বিকালে বাকবিতণ্ডা হলে তাকে থানায় আনা হয়। পরে  রাত ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন।