খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগের শুনানি বৃহস্পতিবার

তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম। এ অভিযোগের শুনানি আগামীকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) হবে। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এ খবর নিশ্চিত করেন।

লোকমান হোসেন মিয়া জানান, আপিল বোর্ডের প্রধান হিসেবে তিনি বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় অভিযোগের শুনানি করবেন। লোকমান হোসেন মিয়া বলেন, ‘যেহেতু একটি অভিযোগ এসেছে। অভিযোগের শুনানি শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় কমিশনারের চিঠির উদ্ধৃতি দিয়ে খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন বলেন, ‘কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নজরুল ইসলাম মঞ্জু আপিল করেন। সে প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে খুলনার রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

উল্লেখ্য, সোমবার বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু হলফনামায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান।