চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু

লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে (ছবি- প্রতিনিধি)

সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রেল যোগাযোগ শুরু বলে নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা কসবা এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।

সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়।’

মঙ্গলবার বিকাল ৫টা দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী নামক স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন– পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ