গাভী উদ্ধারে ফায়ার সার্ভিস

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজশাহী নগরীতে ড্রেনে পড়ে যাওয়া এক গাভীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।  

জানা যায়, নগরীর কলাবাগান এলাকায় রাস্তার পাশের ঘাস খেতে গিয়ে ড্রেনে পড়ে যায় একটি গাভী। পেটে বাচ্চা থাকায় পড়ে যাওয়ার পর আর কোনোভাবেই উঠে আসতে পারছিল না গাভীটি। স্থানীয়রা সেটিকে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারপর গাভীটি উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ড্রেনে গাভী পড়ে যাওয়ার খবর পান তারা। পরে ডুবুরি ইউনিটের প্রধান নুরন্নবীকে সঙ্গে নিয়ে গাভীটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস টিম। পরে স্থানীয়দের সহযোগিতায়  গাভীটি ড্রেন থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গাভীর মালিক আলামিন হোসেনকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় গাভীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

ফরহাদ হোসেন আরও জানান, এবারই প্রথম নয় এর আগেও তারা পদ্মার চোরাবালি থেকে গরু, কুমারপাড়া এলাকা থেকে বিষধর সাপ এবং আলুপট্টি এলাকায় বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় একটি পাখিকে উদ্ধার করেছেন। তাদের এমন উদ্যোগ দেখে নগরবাসী এখন এমন কোনও সংকটে পড়লেই সদর ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছেন।