টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

আটক আহাদুল ইসলাম আসিফ

টাঙ্গাইলে ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য আহাদুল ইসলাম আসিফ (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দেহভরট্ট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২২ এপ্রিল) টাঙ্গাইল র‌্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসিফ দেহভরট্ট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

রবিবার (২২ এপ্রিল) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দেহভরট্ট গ্রামের আজাহার মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য আহাদুল ইসলামকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১৫টি প্রশ্নপত্রের স্ক্রিনশর্টের ছবিসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আহাদুল ইসলাম স্বীকার করেছে- সে ভুয়া প্রশ্নপত্র ফাঁস গ্রুপের একজন সক্রিয় সদস্য। সুলতানা মারিন গ্রুপ থেকে সাজেশন এবং প্রশ্নপত্র (ভুয়া) সংগ্রহ করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে তারা।