বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

বিএম কলেজ

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের ফারজানা আক্তার ঝুমুর নামে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে মারধরসহ বিভিন্ন অভিযোগে স্মারকলিপি দিয়েছেন সাধারণ ছাত্রীরা। রবিবার দুপুরে কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পালের মাধ্যমে অধ্যক্ষ বরাবর স্মারকলিপির দেওয়া হয়েছে।

এসময় ঝুমুরকে হল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বরিশাল ব্রজমোহন  (বিএম) কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সুরাহার চেষ্টা চলছে। তারপর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কলেজ অধ্যক্ষ বরাবর দেওয়া অভিযোগে বলা হয়েছে, কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী হিসেবে দাবিদার ফারজানা আক্তার ঝুমুর ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন যাবত সে সাধারণ ছাত্রীদের নানা অনৈতিক কর্মকাণ্ড করার জন্য চাপ প্রয়োগ করে এবং তার কথা না শুনলে মারধর থেকে শুরু করে নানা অত্যাচার করতো। এছাড়া ছাত্রলীগের নাম বিক্রি করে ঝুমুর ছাত্রী নিবাসে নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গত ১ জানুয়ারি ঝুমুরের কথা না শোনায় বনমালী গাঙ্গুলী ছাত্রী-নিবাসের ২ নম্বর ভবনের ছাত্রী ঐশীকে ঘুমন্ত অবস্থায় বেধড়ক মারধর এবং পরে ঐশীকে ছাত্রী নিবাস থেকে বের করে দেয়া হয়। ১৯ মার্চ ২ নম্বর ভবনের আবাসিক ছাত্রী শারমিনকে বেধড়ক মারধর করে ঝুমুর। সর্বশেষ ২০ এপ্রিল জান্নাত ও ইভা নামে দুই ছাত্রীকেও মারধরের হুমকি দেয় সে।

স্মারকলিপি

বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের ২ নম্বর ভবনের আবাসিক ছাত্রী রহিমা আফরোজ ইভা জানান, দীর্ঘদিন যাবত রাজনৈতিক পরিচিতির দোহাই দিয়ে ঝুমুর নানা অনৈতিক কর্মকাণ্ড করছে। তার কথা মতো কেউ না চললেই নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়।

জান্নাতুল ফেরদৌস নামে আরেক ছাত্রী জানান, ঝুমুরের  বিষয়ে ছাত্রলীগের একাধিক প্রভাবশালী নেতাকে জানানো হয়েছে। কিন্তু ঝুমুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও ব্যর্থ হয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে ফারজানা আক্তার ঝুমুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন জানান, বিএম কলেজ বা বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে ছাত্রলীগের কোনও কমিটি নেই। তবে ফারজানা আক্তার ঝুমুর ছাত্রলীগের কর্মী।