বগুড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা উপলক্ষে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক
বগুড়া পৌরসভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ মে) দুপুরে মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে পৌরকর বৃদ্ধির মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, ‘পৌর এলাকার সব কাঁচা রাস্তা কার্পেটিং, সোলিং ও সিসি রাস্তায় পরিণত করতে প্রায় ২০০ কোটি টাকার প্রয়োজন। পৌর এলাকায় জেলা পরিষদের ৭টি রাস্তা মেরামতের অনুরোধ জানানো হয়েছে। সার্কিট হাউস থেকে সাতমাথা পর্যন্ত ফুটপাত প্রশস্ত ও আধুনিকীকরণসহ আগামী অর্থ বছরে আরও নতুন ফুটপাত নির্মাণ করা হবে। এছাড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে সড়ক-মহাসড়ক বিভাগ কর্তৃক ডিভাইডার নকশা বাস্তবায়ন ও সাতমাথার একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, পৌর সচিব ইমরোজ মুজিব, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, রোস্তম আলী প্রমুখ।