অনুপ্রবেশের অভিযোগে লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশি আটক

লালমনিরহাট

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তে মিলন হোসেন ও মঞ্জুর রহমান নামে দুই বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। উভয়েই আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকার বাসিন্দা। মিলন হোসেনের পিতা মহসীন আলী ও মঞ্জুর রহমানের পিতা নদীর হোসেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, লালমনিরহাট আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলার এলাকার ওপার থেকে মিলন হোসেন ও মঞ্জুর রহমানকে আটক করে ভারতীয় কোচবিহার জেলার গীতালদহ ৩৮-বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল। তারা গরু আনার জন্য অবৈধভাবে ভারতে গিয়ে গরু ব্যবসায়ীদের বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার (১৩ মে) মিলন ও মঞ্জুর রহমান ভারতের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের মিছিল করার সময় তাদের আটক করে বিএসএফ।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘মিলনকে গত ডিসেম্বর মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আদালত হতে জামিন নিয়ে তিনি আবারও চোরাকারবারী ব্যবসায় জড়িয়েছেন। চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে সেখানেই অবস্থান করছিলেন মিলন ও মঞ্জুর রহমান। রবিবার স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের মিছিল করার সময় তাদের বিএসএফ আটক করেছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। আটক দু’জনকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তরের কথা নিশ্চিত করেছে বিএসএফ।’