রাবিতে ৩৫ দিনের ছুটি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়রমজান, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ৩৫ দিনের ছুটি শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ।  আজ বুধবার (১৬ মে) থেকে এই ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে ২১ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ১৬ মে থেকে ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ২২ জুন শুক্রবার হওয়ায় ক্লাস শুরু হবে ২৩ জুন থেকে। এছাড়া ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকবে। পরবর্তীতে ঈদের সরকারি ছুটি অনুযায়ী আবার অফিস বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলবে।

তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল আপাতত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ঈদের আগে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান জানান, ‘মিটিং-এ আপাতত হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগ মুহূর্তে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে এখন বন্ধ হচ্ছে না।’