ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ৩ ঘণ্টা পর যাত্রা

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি- সংগৃহীত)

যান্ত্রিক ত্রুটির কারণে ৭৮ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পৌনে তিন ঘণ্টা আটকে ছিল। পরে ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড়তে গেলে ড্যাশ-৮ মডেলের ওই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে বেলা ৩টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ইউএস-বাংলার ওই ফ্লাইটে ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বেলা ১১টার আগে ফ্লাইটের ৭৬ জন যাত্রীর সবাই নিজ নিজ আসন গ্রহণ করেন। বিমান ক্রুর নির্দেশেই যথাসময়ে আমরা নিজ নিজ সিট-বেল্ট বাঁধি। এরপর ফ্লাইটটি দুই বার উড্ডয়ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় রানওয়েতে চলতে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে বিকট শব্দ করতে থাকে।’ তিনি আরও জানান, এ ঘটনার পর যাত্রা বাতিল করে অন্য একটি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করেন তিনি।

এদিকে, বিমানবন্দর সূত্র দাবি করে, ‘বিমান উড্ডয়নের সময় যে পাওয়ার প্রয়োজন তা পাচ্ছিল না উড়োজাহাজটি। এতে দুই বার উড্ডয়নে ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ওই যান্ত্রিক ক্রটি সারিয়ে তোলেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য ইউএস-বাংলার সৈয়দপুর স্টেশন ইনচার্জ মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহীন আহমেদ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজ উড্ডয়নে ব্যর্থ হয়। পরে ক্রটি সারিয়ে বেলা পৌনে ৩টার দিকে তা ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করে।’