নেশাগ্রস্ত ছেলেকে ডাক্তারের কাছে নেওয়ার পথে সিএনজি থেকে পড়ে মায়ের মৃত্যু!

আটক নিহতের মাদকাশক্ত ছেলে শামিম

নেশাগ্রস্ত ছেলেকে চিকিৎসালয়ে নেওয়ার পথে সিএনজি থেকে পড়ে নিহত হয়েছেন শাহানারা বেগম (৪০)। রবিবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে মাদকাসক্ত ছেলে শামীম গাজীকে (২৫) পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিহতের ছেলে তুহিন জানায়, তার বড়ভাই শামীম গাজী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ৩ ভাই ১ বোনের মধ্যে শামিম সবার বড়। রবিবার সকালে সে এবং তার মা শামিম গাজীকে সিএনজিতে করে কুমিল্লায় এক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিল। তাদের বহনকরা সিএনজিটি ইউনিয়নের মদিনা মার্কেটের সামনে এলে শামীম গাজী লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শামীমের সঙ্গে ছোট ভাই তুহিন ও মায়ের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাদের মা সিএনজি থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু জানান, শামীম গাজী খুবই ভালো ছেলে ছিল। বছর দুয়েক ধরে নেশাগ্রস্ত যুবকদের সঙ্গে মিশে সে মানসিক রোগে আক্রান্ত হয়েছে। ঘটনার দিন তাকে কুমিল্লার নাঙ্গলকোর্টে নিয়ে যাওয়ার পথে শামীম গাড়ি থেকে লাফিয়ে পড়তে চাইলে তাকে বাধা দিতে গিয়ে তার মা সিএনজি থেকে পড়ে নিহত হন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, খুনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরবর্তীতে জানতে পারি চলন্ত সিএনজি থেকে শামীম পালানোর চেষ্টা করলে তার মা ধরতে গিয়ে গাড়ি থেকে পড়ে যান। স্থানীয়দের অভিযোগের কারণে আমরা লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছি। শামীম গাজীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।