পুলিশ ভ্যান থেকে পালাতে গিয়ে নারী ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ

রাজশাহী

রাজশাহী নগরীতে পুলিশ ভ্যান থেকে পালাতে গিয়ে এক নারী ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বুধবার (২৩ মে) রাত ৯টার দিকে চারখুঁটার মোড়ে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ওই নারীকে পুলিশি হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়াডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ ওই নারীর নাম আজিজা খাতুন (৪০)। তিনি নগরীর টুলটুলি পাড়া এলাকার এরাজ আলী ভিকুর স্ত্রী।

পুলিশের দাবি, আজিজা খাতুন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ওসি রবিউল ইসলামের ভাষ্য, ‘আজিজা খাতুনকে ধরতে নগরীর টুলটুলি পাড়ায় তার বাড়িতে অভিযান চালাই আমরা। বাড়িতে না পেয়ে পাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এরপর তাকে ভ্যানে করে থানায় নিয়ে আসার পথে খবর পাই, চারখুঁটা মোড়ে কয়েকজন যুবক মারামারি করছে। এতে ওই ভ্যান নিয়ে পুলিশ চারখুঁটা মোড়ে যায় এবং ওই হাঙ্গামা থামানোর চেষ্টা করে। এই ফাঁকে ভ্যানে হাতকড়াবিহীন অবস্থায় থাকা ওই নারী এক পুলিশ সদস্যকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। তখন বাধ্য হয়ে পুলিশ তাকে গুলি করে। গুলিটি তার ডান পায়ে লেগেছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম দাবি করেন, ‘আজিজা খাতুনের বিরুদ্ধে থানায় ৮-১০টির মতো মাদকের মামলা রয়েছে। সে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আজ (বুধবার) গ্রেফতারের সময়ও তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’