পদ্মায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, পৌর মেয়রসহ আহত ৫

দুর্ঘটনায় আহত শরীয়তপুরের পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালপদ্মা নদীতে একটি বাল্কহেডে’র (বালুবাহী জাহাজ) সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে শরীয়তপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর মহাসচিব রফিকুল ইসলাম কোতয়ালসহ পাঁচজন আহত হ‌য়ে‌ছেন। সোমবার (১১ জুন) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে পদ্মা নদী‌তে মঙ্গলমা‌ঝির ঘাট সংলগ্ন পা‌ইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। জা‌জিরা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এনামুল হক এনাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে মাওয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিটবোট ছেড়ে আসে। জাজিরার পাইনপাড়া এলাকায় পৌঁছালে সেখানে থাকা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।  এ সময় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও তার শ্যালক রাসেলসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে রফিকুল ইসলাম কোতোয়াল পায়ে আঘাত পাওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মা‌ঝির ঘাটের ইজারাদার মোকলেস মাদবর জা‌নান, ‘মা‌ঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা লা‌গে। এসময় স্পিডবোটটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রী‌দের উদ্ধার ক‌রে।’

শরীয়তপুর পৌরসভার প্যা‌নেল মেয়র বাচ্চু বেপারি ব‌লেন, ‘পৌর মেয়র রফিকুল ইসলাম সকালে ঢাকা থেকে শরীয়তপুর আসার সময় তাকে বহনকারী স্পিডবোটটি নদীতে দুর্ঘটনার শিকার হয়। তিনি পায়ে আঘাত পেয়েছেন। তবে আঘাত কতটা গুরুতর এখনও জানা যায়নি।’

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক এনাম বলেন, ‘স্পিডবোট চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সামনে ঈদ। সচেতন না হলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

আরও পড়ুন- রাঙামা‌টি-বান্দরবান সড়ক যোগা‌যোগ বন্ধ