সিলেটে আরিফ-কামরানের ফুটবল ম্যাচ ড্র

 

১১সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ। জেলা স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে অধিনায়কত্ব করেন বিএনপি সমর্থিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং আর্জেন্টিনার পক্ষে অধিনায়কত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বুধবার (১৩ জুন) রাত ১১ টা ৫০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে মুখোমুখি হয় দু’দল। মাঠে পরিচয় পর্ব শেষ করেই গ্যালারিতে বসে পুরো খেলা উপভোগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। তবে আরিফুল হক চৌধুরী প্রথমার্ধ পর্যন্ত মাঠে ছিলেন।

ম্যাচের ট্রফি স্পন্সর করেছেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়শনের সভাপতি রেজাউল করিম নাচন। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলের অধিনায়কের পরামর্শে আগামী ফুটবল ম্যাচের জন্য ট্রফিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের কাছে রাখা হয়। প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন। 

জানা যায়, ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলার আয়োজন করে ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখা। বিশ্বকাপ ও আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে তারা এই প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেন। প্রথমার্ধে কোনও দল গোল করতে না পারায় দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার পক্ষে গোল করেন ব্যাড মিন্টন খেলোয়াড় শিব্বির আহমদ। আর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ২ মিনিট আগেই ব্রাজিলের পক্ষে গোল করেন  জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজ উদ্দিন টিপু।

প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের হয়ে খেলায় অংশ নেন-মেয়র আরিফুল হক চৌধুরী (অধিনায়ক), আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মিশফাক আহমদ মিশু, আমিনুল ইসলাম লিটন, মইন উদ্দিন মঞ্জু, ওয়েছ খছরু, রুবেল আহমদ নান্না, রেজাউল করীম নাচন, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ওয়াহেদ আহমদ, শাহাজ উদ্দিন টিপু, মারুফ আহমদ, আমিনুল ইসলাম রোকন, খালেদ আহমদ, জাহেদ আহমদ। 

আর্জেন্টিনার পক্ষে খেলায় অংশ নেন- বদর উদ্দিন আহমদ কামরান (অধিনায়ক), মইনুল ইসলাম বুলবুল, ইকরামুল কবীর ইকু, লিয়াকত শাহ ফরিদি, মান্না চৌধুরী, আব্দুল আলিম শাহ, আজাদুর রহমান চঞ্চল, মঞ্জুর আহমদ, আহবাব মোস্তফা খান, সিরাজ উদ্দিন,শিব্বির আহমদ, মিলন আহমদ, মিলন খান।