আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৫ দিন

আখাউড়া স্থলবন্দরপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। ২০ জুন থেকে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, বন্দর বন্ধ থাকা সময়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাববে। তবে স্থলবন্দর হয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন- সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন