নীলফামারী যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারী জেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন তারা। এছাড়াও যুবদলের ওই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে জেলা শহরের বড় মসজিদ সড়ক সংলগ্ন মিডিয়া হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান যুবদল কর্মীরা।

তারা সংবাদ সম্মেলনে বলেন, একনিষ্ঠ নেতাকর্মীদের মূল্যায়ন না করে কেন্দ্র যে কমিটি চাপিয়ে দিয়েছে, সেটি একটি পকেট কমিটি। ওই কমিটি গতিশীল না হয়ে আরও স্থবির হয়ে পড়বে। এ সময় বক্তব্য রাখেন পাঁচ সদস্যের নতুন কমিটি থেকে পদত্যাগ করা তিন নেতাসহ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের সাবেক সদস্য মো. মোক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোর্শেদ আজম প্রমুখ।

প্রসঙ্গত, জেলা বিএনপির প্রচার সম্পাদক এএইচএম সাইফুল্লাহ রুবেলকে সভাপতি ও ডোমার উপজেলার গোমনাতি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদাৎ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গত ১ জুন রাতে জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর ২ জুন দুপুরে কমিটি থেকে পদত্যাগ করেন তিনজন। তারা হলেন সিনিয়র সহসভাপতি (জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক) কাজী আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সম্পাদক (জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক) আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক (সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা যুবদল) আল-নোমান পারভেজ কল্লোল।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ঘোষিত কমিটির সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল ২০১০ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক। একজন বিএনপি নেতা কীভাবে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পান? ওই কমিটি প্রত্যাখ্যান করে আমিসহ কমিটির তিনজন ই-মেইলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির কার্যালয়ে তালা দেওয়ার কথা অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (জামান) বলেন, ‘দলীয় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ সঠিক না, এটা ভিত্তিহীন। তারা তো পদত্যাগ করেছেন, তাদের নিয়ে আমার আর কোনও কথা নেই।’

দলীয় কার্যালয়ে তালা থাকার কারণে বৃহস্পতিবার (২১ জুন) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলায় পালন হয়নি- এমন কথার জবাবে তিনি বলেন, ‘আমি গাজীপুরের নির্বাচনি প্রচারণায় আছি। এ কারণে কর্মসূচি পালন করা হয়নি।’

কমিটির ব্যাপারে তিনি আরও বলেন, ‘কমিটির সবাই তো পদত্যাগ করেন নাই, পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে।’