সোনাগাজীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফেনীফেনীর সোনাগাজীতে জমি জবর-দখল করে ঘর নির্মাণে বাধা দেওয়ায় আলী আহম্মদ (৮০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।

উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মনোহর আলী বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মনোহর আলী বাড়ির আলী আহম্মদের সঙ্গে তার ভাতিজা হক সাহাব ও ইসমাইল হোসেন স্বপনদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আলী আহম্মদের বসত ঘরের সামনে হক সাহাব, ইসমাইল হোসেন স্বপন, তার শ্যালক হৃদয়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রফিকুল ইসলাম, আবুল হোসেন, শাহাজাহান, আইয়ূব আলীসহ ১৫/২০ জন ভাড়াটে সন্ত্রাসী এনে জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়।

এসময় বৃদ্ধ আলী আহম্মদ বাধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে এমডি মোশাররফ বলেন, গত ১ জুন দুপুরেও একই কায়দায় প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। ওই দিন বাধা দেওয়ায় বৃদ্ধ আলী আহম্মদের কন্যা সুফিয়া বেগম ও ছেলে মো. শাহ আলমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছিল তারা। সে ঘটনায় আহত সুফিয়া বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে জামিনে এসে সন্ত্রাসীরা ফের একই কায়দায় ঘর নির্মাণের চেষ্টা চালায়।