রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

রংপুরে বাসকে ট্রাকের ধাক্কা
রংপুরে ভোরে রংপুরের পাগলাপীরে বাস-ট্রাক সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিল এবং হেলপার বাস চালাচ্ছিল বলেও জানান তিনি।  

রংপুরে ট্রাকের ধাক্কায় নিহতদের লাশ

পুলিশ জানিয়েছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর সলেয়াশা এলাকায় আজ শনিবার (২৩ জুন) ভোরবার প্রায় সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসি’র দ্বিতল বাস সড়কে দাঁড়িয়ে পেছনের চাকা পরিবর্তন করছিল। বাসের যাত্রীরা এসময় সড়কে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক এসে সড়কের ওপর বসে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয় জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রংপুরে বাসকে ধাক্কা দেওয়া সেই ট্রাক

নিহতদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং এ কারণে তাদের কাউকেই চেনা যাচ্ছে না বলে চিকিৎসক ও স্বজনরা জানিয়েছে। এদের মধ্যে নিশাত নামে একজনকে শনাক্ত করেছেন তার স্বজনরা। তার বাড়ি দিনাজপুরে। পুলিশ আরও জানান, বাসটিতে শতাধিক যাত্রীর মধ্যে বেশিরভাগই ছিলেন গার্মেন্টকর্মী।

ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন স্বজনরা

এদিকে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কর্মকর্তা সাইফুল জানান, ‘বালু বোঝাই ট্রাকটি চালাচ্ছিল ট্রাকের হেলপার, আর ড্রাইভার ট্রাকের মধ্যে ঘুমিয়েছিল। হেলপার দ্রুত বেগে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। এসময় এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে যায় এবং দ্বিতল বাসটিকে ধাক্কা দেয়।’

আরও পড়ুন- রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০