বাগেরহাটে ভিজিডির ১৮ বস্তা চাল জব্দ

বাগেরহাটবাগেরহাটের রামপালে ভিজিডির ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।শনিবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারের নাইম স্টোর থেকে এ চাল জব্দ করা হয়। জব্দ করা চাল স্থানীয় ইউপি সদস্য আছাদুজ্জামানের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য আছাদুজ্জামান কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ভিজিডির ১৮ বস্তা চাল বেতকাটা বাজারের নাইম স্টোরে এনে রেখেছিলেন। পুলিশ জব্দ করা চালের বস্তাগুলো ফের ওই মেম্বারের জিম্মায় রেখেছেন।
নাইম স্টোরের মালিক বলেন, ‘আমাদের এলাকার মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত। তাই ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাওয়া ৩০ কেজি সিদ্ধ চাল বদল করে আমার দোকান থেকে ২৫ কেজি আতপ  চাল নিয়েছে।’
উপজেলা ভিজিডি কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জব্দ করা চাল কোথা থেকে কিভাবে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে দুঃস্থদের জন্য বরাদ্দ ১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দ করা চাল ইউপি সদস্য আছাদুজ্জামানের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।