‘মাটির ব্যাংকে জমানো সাধারণ মানুষের টাকায় নির্বাচন করবো’

সংবাদ সম্মেলনে ডা. মনিষামাটির ব্যাংকে জমানো সাধারণ মানুষের দেওয়া টাকায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র পদপ্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।

শানিবার (২৩ জুন) নগরীর ফকিরবাড়িতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

তিনি বলেন, ‘আমরা লুটপাট, দুর্নীতি, কালোটাকা, পেশি শক্তির দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্ত ভেঙে জনগণের অংশগ্রহণমূলক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে  তুলতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।’

সংবাদ সম্মেলনে ডা. মনিষাতিনি আরও বলেন,  ‘ইতিমধ্যে আমরা নির্বাচনি ব্যয় মেটানোর জন্য মাটির ব্যাংক, সংগঠনের প্রকাশনা বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছি। আমরা বিভিন্ন রিকশা গ্যারেজ, হোটেল, বাসাবাড়িতে নির্বাচনি অর্থ সংগ্রহের জন্য দুই শতাধিক মাটির ব্যাংক দিয়েছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে টাকা দিয়ে আমাদের আর্থিক সাহায্য-সহযোগিতা করছে। এরই মধ্যে লক্ষাধিক টাকা সংগ্রহ হয়েছে।’ এভাবে দুই-তিন লাখ টাকা সংগ্রহ করে নির্বাচনি ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা করছেন মনিষা।

তার দাবি, এভাবে নির্বাচনের মাধ্যমে প্রচলিত কালোটাকা ও পেশি শক্তির ওপর নির্ভর করে নির্বাচন করার ধারণা ভেঙে দিয়ে তারা গণমানুষের অংশ গ্রহণের নির্বাচনি সংস্কৃতি নির্মাণ করতে চাই।

তাই আসন্ন সিটি নির্বাচনে নগরবাসী যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।