সিলেটে মনোনয়ন ফরম নিলেন বিএনপির সেলিম

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। রবিবার (২৪ জুন) দুপুরে সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে দলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের বাসায় গিয়ে দোয়া নিয়েছেন এই বিএনপি নেতা।

এ প্রসঙ্গে বদরুজ্জামান সেলিম বলেন, ‘আরিফুল হক দলের কোনও প্রার্থী নন। তিনি মিডিয়ার প্রার্থী। কেন্দ্রীয় বিএনপির কাছে ইতোমধ্যে আরিফের দলীয় অবস্থান তুলা ধরা হয়েছে। নেতারা এখনও আরিফের সার্বিক বিষয় যাচাই-বাছাই করছেন। তাকে এখনও দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি শতভাগ আশাবাদী দল থেকে এবার আমাকে মূল্যায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর নির্ভর করছে সিলেট থেকে বিএনপির মেয়র প্রার্থিতার বিষয়টি। যতটুকু জেনেছি, ওই নির্বাচনের পর সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

বর্তমান মেয়র আরিফুল হককে এবার দল থেকে মনোনয়ন দেওয়া হবে না দাবি করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘ ইতোমধ্যে দল থেকে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেই সংকেতের ভিত্তিতেই আমি মনোনয়ন ফরম নিয়েছি। আরিফকে মনোনয়ন দেওয়া হবে না।’