ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা-ব্রহ্মপুত্রে পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি ইসলামপুরে বাহাদুরাবাদঘাট পয়েন্টে ১৯ দশমিক ১০ সেন্টিমিটার বেড়েছে। এতে তীরবর্তী সাপধরী, নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও রাস্তাঘাট ডুবে গেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা) বাহাদুরাবাদঘাট পয়েন্টে পানি ১৯ দশমিক ১০ মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন ‘যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরীও একই আশঙ্কা প্রকাশ করেছেন।